বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান

সাতক্ষীরা প্রতিনিধি:
বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট)  বিকালে সাতক্ষীরা নিউমার্কেটস্থ দলীয় কার্যালয়ে,“ঐতিহ্য, সংগ্রাম ও সফলতার ৫ বছর” পেরিয়ে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদ।
আয়োজিত আলোচনা  সভা  ও দোয়া অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ তবিবুর রহমান।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও সাবেক ভিপি নুরুল হক নুর সহ সকল নেতাকর্মীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা গণ অধিকার পরিষদের  সভাপতি প্রার্থী মোঃ হাসানুর রহমান হাসান, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আজিবর রহমান, সহ-সভাপতি আবু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, জেলা পেশাজীবি পরিষদের সভাপতি মোঃ হাফিজুর রহমান,
ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ সারাফাত হোসেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন  জেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাজী আমিনুর আদনান।
এ সময় বক্তারা বলেন, “যুব অধিকার পরিষদ একটি গণতান্ত্রিক, ন্যায়ের পক্ষে, বৈষম্যবিরোধী সংগঠন হিসেবে পাঁচ বছর ধরে দেশের তরুণ সমাজের কথা বলে যাচ্ছে।”
তাঁরা আগামীতেও দেশের সকল অন্যায়ের বিরুদ্ধে সাংগঠনিকভাবে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *