সাতক্ষীরা বিজিবির কাছে ১৪ বাংলাদেশিকে হন্তান্তর করেছে বিএসএফ

সাতক্ষীরা সংবাদদাতাঃ ভারতের হাকিমপুর ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসমর্পণকৃত নারী ও শিশুসহ ১৪ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হন্তান্তর করেছে বিএসএফ। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো লাইনের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হন্তান্তর করা হয়।
হন্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার সানকিডাঙ্গা গ্রামের মো. আফজাল শেখের ছেলে মো. মিজানুর রহমান শেখ (৩৮), মিজানুর রহমান শেখের স্ত্রী মোসাঃ শারমিন আক্তার (২৪), তাদের ছেলে শামীম শেখ (৭), মেয়ে রুমা শেখ (৪), একই গ্রামের মো. মোন্তফা শিকদারের ছেলে মো. নজরুল শিকদার (৫০), মো. নজরুল শিকদারের স্ত্রী মোসাঃ কহিনুর বেগম (৪৩), একই থানার বদনীডাঙ্গা গ্রামের মো. আফজাল শেখের ছেলে মো. কবির শেখ (৪০), কবির শেখের স্ত্রী মোছাম্মৎ তফুরা বেগম (৩০), পিরোজপুর জেলার জিয়ানগর থানার চন্ডিপুর গ্রামের মো. হানিফ মৃধার ছেলে মো. আরমান মৃধা (২৫), মো. আরমান মৃধার স্ত্রীর হাজেরা আক্তার (২১), তাদের ছেলে হাফিজুল (৬), মেয়ে আমিনা (৩), মো. চুন্নু শেখের স্ত্রী মোসাঃ মুকুল বেগম (৪১) এবং সাতক্ষীরা জেলার আশাশুনি থানার পদ্মবেউলা গ্রামের মোসলেম মোড়লের ছেলে আব্দুল কাদের মোড়ল (৪০)।

বিজিবি সূত্র জানায়, গত ৩০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভারতের হাকিমপুর চেক পোষ্ট অতিক্রম করার সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা হাকিমপুর ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা তাদেরকে আটক করে। পরবর্তীতে রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভারতীয় বিএসএস আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বাংলাদেশ সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনস্থ তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কাশেম এর মধ্যস্থতায় তলুইগাছা সীমান্তে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হন্তান্তর করা হয়। পরে রাত ৯টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপার্দ করা হয়।

ভারত থেকে ফিরে আসা নজরুল শিকদার জানান, বাগেরহাট ও পিরোজপুর জেলার তারা ১৩ জন বেশ কয়েক বছর আগে স্বপরিবারের সীমান্ত পেরিয়ে ভারতে যান। তারা ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালুরুতে থেকে দিনমজুরের কাজ করতেন। সম্প্রতি ব্যাঙ্গালুরু পুলিশ সেখানে অবৈধভাবে বসবাসকারি বাংলাদেশিদের অটক করতে ব্যাপক ধড়পাকড় শুরু করে। ফলে গ্রেপ্তার এড়াতে তারা সেখান থেকে কয়েকদিন আগে কোলকাতায় চলে আসে। পরে শনিবার রাত ৮টার দিকে তারা হাকিমপুর বিএসএফ ক্যাম্পে গিয়ে স্বেচ্ছায় আত্মসর্মপন করে। বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে রোববার রাতে তাদেরকে বিজিবির কাছে হন্তান্তর করে।

আশাশুনির আব্দুল কাদের মোড়ল জানান, তিনি কোলকাতার হাওড়া এলাকায় থাকতেন পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে উল্লেখিতদের সাথে তিনিও হাকিমপুর বিএসএফ ক্যাম্পে গিয়ে স্বেচ্ছায় আত্মসর্মপন করেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেসন্স) সুশান্ত ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, হন্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকদেও নাম ঠিকানা যাচাই—বাছাই শেষে তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।

আবু সাইদ বিশ^াস
সাতক্ষীরা
১/৯/২৫

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *