ডাকসু নির্বাচন: ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজারের রিট কার্যতালিকা থেকে বাদ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা মো. জুলিয়াস সিজার তালুকদারের রিট শুনতে অপরাগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।

আদালত বলেছেন, ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে সিদ্ধান্ত হয়েছে। আমরা ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনজীবী এডভোকেট শিশির মনির তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানিয়েছেন, জুলিয়াস সিজারের ডাকসু সংক্রান্ত রিট আদালতের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *