সাতক্ষীরায় ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ কার্যক্রমের উদ্বোধন

মোঃ হাফিজুল ইসলাম , সাতক্ষীরা :
সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কিশোরকণ্ঠ ফাউন্ডেশন জেলা শাখা আয়োজিত ঐতিহ্যবাহী ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব জুবায়ের হোসেন। পরিচালনা করেন পরিচালক জনাব মতিউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, সদস্য সচিব জিএম নাহিদ হাসান, আনিসুর রহমান, জাহিদ হাসান রানা, হাফেজ সোহরাব হোসেন, আবু বক্কার সিদ্দিক, নাজমুল হাসান ও আব্দুস সামাদসহ আরও অনেকে। এছাড়া ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন স্কুলের প্রতিনিধিরা অংশ নেন।
আগামী ৩১ অক্টোবর জেলাজুড়ে সর্ববৃহৎ এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান জুবায়ের হোসেন বলেন, “আমরা এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, সততা ও দক্ষতায় গড়ে তুলতে চাই।” ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম বলেন, “বর্তমান যুগ জ্ঞানের যুগ। শিক্ষার্থীদের শাণিত মেধা ও নিরলস পরিশ্রমই তাদের সাফল্যের মূল চাবিকাঠি।”
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ ক্যাটাগরিতে সর্বমোট দুই লক্ষাধিক টাকার বৃত্তি প্রদান করা হবে। পাশাপাশি থাকবে ক্লাস টপারদের জন্য সাতটি বাইসাইকেল ও আকর্ষণীয় পুরস্কার।
চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা জেলার তালা, কলারোয়া, দেবহাটা, কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগরের স্কুল-মাদরাসা থেকে অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশন চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। স্কুল প্রতিনিধিদের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।
যোগাযোগ : মতিউর রহমান – ০১৯০৫০১৫০৪৪।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *