বুথে কিছুক্ষণ থেকে বের হয়ে অভিযোগ করার সুযোগ নেই: ড. নাসরিন সুলতানা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে রোকেয়া হল কেন্দ্রের টিএসসিতে আগেই সিল মারা ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছেন উমামা ফাতেমার প্যানেলের এজিএস প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা। তবে অভিযোগ নাকচ করে দিয়েছেন কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগকারী প্রার্থী দাবি করেন, তার পরিচিত এক ভোটার ব্যালট পেয়ে বুথে গিয়ে দেখেন সেখানে আগে থেকেই সাদিক কায়েম ও এস এম ফরহাদের পক্ষে সিল দেওয়া ছিল।

এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন বলেন, “ব্যালট পেপার হাতে নিয়েই যদি কেউ সিল মারা দেখে, তাহলে সঙ্গে সঙ্গে অভিযোগ করতে হয়। কিন্তু ভোটার বুথে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে এসে অভিযোগ করেছেন—এভাবে অভিযোগ তোলার কোনো সুযোগ নেই।”

তিনি আরও জানান, “অভিযোগের পর আমরা সব ব্যালট পেপার পরীক্ষা করেছি, কোথাও এমন অনিয়ম পাইনি। তারপরও সতর্কতা হিসেবে তাকে একটি নতুন ব্যালট পেপার দেওয়া হয়েছে।”

রিটার্নিং কর্মকর্তা মনে করেন, এটি হয়তো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে করা হয়ে থাকতে পারে, অথবা সংশ্লিষ্ট ভোটার ভুল করেছেন।

এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরাও বিষয়টি জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ব্যাখ্যা দেন এবং সিসিটিভি ফুটেজ যাচাইয়ের আশ্বাস দেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *