পুলিশে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে আটক ১

সাতক্ষীরায় পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতের নাম সামাদ আলী (৫৩) সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার মৃত ইমান আলীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধে জড়িত থাকার তথ্য স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরায় পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল পদের জন্য বিভিন্ন ইভেন্টে পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর হতে প্রতারক সামাদ আলী বিভিন্ন প্রার্থীকে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিলো মর্মে পুলিশ গোপনে সংবাদ প্রাপ্ত হয়। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক সামাদ আলীকে সংগীতা মোড় এলাকা হতে সাতক্ষীরা ডিবি পুলিশের একটি টিম মঙ্গলবার গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধে জড়িত থাকার তথ্য স্বীকার করলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম মোবাইল কোর্টের মাধ্যমে পেনাল কোড ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *