সাতক্ষীরায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত এক

সাতক্ষীরা শহর বাইপাস সড়কের মথুরাপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর একজন আহত হয়েছে। মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. মুস্তাফিজুর রহমান ওরফে সেলিম (২৭)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামের মো. নাসিম উদ্দিন সরদারের ছেলে। আহত যুবকের নাম হাফিজ হোসেন (১৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সাতক্ষীরা শহর বাইপাস সড়কের মথুরাপুর এলাকায় রাত ৮টার দিকে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোস্তাফিজুর রহমান সেলিম ঘটনাস্থলাই মারা যায়। এসময় আহত হয় অপর মোটরসাইকেল চালক হাফিজ হোসেন। তাকে সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ত্রিদেব দেবনাথ জানান, হাসপাতালে আনার আগেই মোস্তাফিজুর রহমান সেলিমের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা স্থলে একজন অফিসারকে পাঠানো হয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *