দ্বীন, দেশ ও জনগণের কল্যাণে উলামাদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ : মুহাদ্দিস আব্দুর খালেক

সাতক্ষীরা প্রতিনিধি :বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুর খালেক বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উলামা বিভাগকে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সাতক্ষীরা আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত “উলামা নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা”-য় মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার সংগ্রামে উলামায়ে কেরামকে অগ্রণী দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশের মানুষকে সঠিক দিকনির্দেশনা প্রদান, দ্বীনের স্বার্থ সংরক্ষণ এবং নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হতে হবে। জামায়াতে ইসলামী সবসময় দ্বীন, দেশ ও জাতির কল্যাণে কাজ করেছে এবং আগামী দিনগুলোতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে”।

সভায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গণির সভাপতিত্বে এবং জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা উলামা বিভাগের সেক্রেটারি ড. রুহুল আমিনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন—সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুর খালেক,জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী প্রমুখ।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *