বর্ণাঢ্য আয়োজনে “আপন বাংলার”১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরা প্রতিনিধি:
আশাশুনিতে বর্ণাঢ্য আয়োজনে স্থানীয় অন-লাইন পোর্টাল “আপন বাংলার”১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ
উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“আপন বাংলার” সম্পাদক ও প্রকাশক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আজিজুর রহমান । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্টের আগে সাতক্ষীরা জুড়ে যখন বিরোধী দলকে দমন পীড়নের স্টিম রুলার চলছে তখন

এসব কর্মকান্ড দেশ ও জাতীর কাছে প্রচার করে আপন বাংলা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামীতে সাংবাদিকরা নির্ভয়ে নির্বিঘ্নে সংবাদ পরিবেশন করতে পারে সেবিষয়ে আমরা রাজনৈতিক ব্যক্তিরা সর্বদা সচেষ্ট থাকবো।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।
তিনি বলেন-বিএনপির নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে গণমাধ্যম বান্ধব। সাংবাদিক সমাজ সঠিক বস্তুনিষ্ঠ খবর পরিবেশন ও তথ্য সংগ্রহে কেউ কোথাও বাঁধাগ্রস্থ করলে তাকে ছাড় দেওয়া হবে না।
সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চলের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা ওলামা দলের সভাপতি আনিসুর রহমান আজাদী,
সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সাতক্ষীরা জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, জেলা বিএনপির সদস্য আসিফুর রহমান তুহিন, প্রফেসর আতাউর রহমান, আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শহিদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, এস এম আহসান হাবীব, সাধারণ সম্পাদক এসকে হাসান সহ অন্যান্য সাংবাদিক এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *