স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ‘ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর’-এর গবেষণাগারসমূহের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। জুলাই ২০২৫ থেকে জুন ২০২৯ পর্যন্ত চার বছর মেয়াদি এ প্রকল্প বাস্তবায়িত হবে।
ডুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, এই প্রকল্প বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের গবেষণার সুযোগ পাবে, আধুনিক গবেষণাগার ও একাডেমিক ভবন নির্মাণের পাশাপাশি ১৬০০ নতুন শিক্ষার্থীর আবাসন সুবিধা নিশ্চিত হবে। তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
উপ-ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, প্রকল্প বাস্তবায়নের পর ডুয়েট আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও গবেষণার আদর্শ সুতিকাগারে পরিণত হবে।
শতভাগ সরকারি অর্থায়নে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ইউজিসি ও ডুয়েটের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
###
মোঃ রেজাউল বারী বাবুল,
স্টাফ রিপোর্টার, গাজীপুর। ১৭/০৯/২০২৫ ইং
ক্রাইম বার্তা