বিজিবির অভিযানে সাতক্ষীরায় ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার

সাতক্ষীরা সংবাদদাতাঃ

সীমান্তে বিশেষ অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক। এদিন সকাল ৯টার দিকে ব্যাটালিয়নের মাদরা বিওপির একটি দল এ বিশেষ অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩/৩—এস এর ৮ ও ৯ আরবির মধ্যবর্তী শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ ভেতরে তেতুলতলা নামক স্থানে মার্কিন ডলার ভারতে পাচারের উদ্দেশে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে বিজিবির একটি চৌকস দল সেখানে অবস্থান নেয়।

 

একপর্যায়ে সীমান্তের দিকে যাওয়া এক ব্যক্তিকে ধাওয়া করলে তিনি হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে ১০০ ডলারের তিনটি বান্ডিলে মোট ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *