শপথ নিলেন জাকসু’র নবনির্বাচিত নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের নবনির্বাচিত নেতারা আজ শপথ গ্রহণ করেছেন। বাসস

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসু’র সভাপতি অধ্যাপক ড. মোহম্মদ কামরুল আহসান।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবার, বিশ্ববিদ্যালয়ের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে চারুকলার বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তিনি জাকসু নির্বাচনে দায়িত্ব পালন করার সময় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।

দীর্ঘ ৩৩ বছর পর গত ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ ২৫টি পদের ২০টিতে জয়লাভ করে। এই প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত হন মাজহারুল ইসলাম।

‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ এর প্রার্থী আবদুর রশিদ (জিতু) জাকসু’র ভিপি পদে জয়ী হন। সাংস্কৃতিক সম্পাদক পদে মুহিবুল্লাহ শেখ জিসান ও ক্রীড়া সম্পাদক পদে মো. মাহামুদুল হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন।

এছাড়া সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে বাগছাস-সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের প্রার্থী আহসান লাবিব এবং কার্যকরী সদস্য পদে মোহাম্মদ আলী চিশতী নির্বাচিত হন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *