জাতীয় ফুটবলের সাতক্ষীরা ভেন্যুর খেলাে উদ্বোধন রবিবার

তারুণ্যের উৎসব ২০২৫। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ২১ সেপ্টেম্বর রবিবার বেলা ২.৩০টায় জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২৫-এর সাতক্ষীরা ভেন্যুর খেলা উদ্বোধন। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা বনাম ভোলা জেলার মধ্যকার ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।

উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২৫ এর উদ্বোধন করবেন জেলা প্রশাসক ও আহবায়ক, জেলা ক্রীড়া সংস্থা, সাতক্ষীরা মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার, সাতক্ষীরা মোহাম্মদ মনিরুল ইসলাম। সাতক্ষীরা জেলা ও ভোলা জেলার মধ্যকার আকর্ষণীয় ফুটবল ম্যাচটি উপভোগ করার জন্য জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ। প্রেসবিজ্ঞপ্তি

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *