সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সাক্ষাৎ

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শোয়াইব আহমেদ বদলি জনিত কারণে সাতক্ষীরা থেকে বিদায় নিয়েছেন। পদোন্নতি জনিত এ বদলিতে তাঁর নতুন কর্মস্থল হচ্ছে প্রথম সচিব (শ্রম), বাংলাদেশ দূতাবাস, দোহা, কাতার।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিদায়ী ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মাওলানা আনিছুর রহমান, সাধারণ সম্পাদক দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ ইউএনও শোয়াইব আহমেদের সততা, মেধা, কর্মদক্ষতা ও সর্বস্তরের মানুষের সাথে তাঁর আন্তরিক আচরণের প্রশংসা করেন এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *