সাতক্ষীরা সদর উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ সেপ্টম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন শিয়ালডাঙ্গা কারিমা দাখিল মাদরাসার সুপার মাও. আব্দুল লতিফ, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান,জেলা জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতির সহ সম্পাদক আব্দুর রউফ, সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদরাসা সমিতির সহ সম্পাদক মো. আবু সাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক মো. ওসমান আলী, অফিস সহকারী শেখ ফরিদ আহমেদ প্রমুখ । এসময় বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী খেলার ১ম দিনের প্রতিযোগিতায় ফুটবল খেলায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় বনাম তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়।দিনব্যাপী প্রতিযোগিতায় উপজেলার ১৬টি স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ফুটবল খেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন, শিক্ষক
মো. ইমরান ফকির, সহকারী রেফারী মো. হারুন খান, বাবর আলী, রঘুনাথ সরকার। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, ক্রীড়া শিক্ষক এম ইদুজ্জামান ইদ্রিস।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *