সাতক্ষীরায় তরূণদের জন্য হিউম্যান লাইব্রেরি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা ইয়ূথ হাবে তরূণদের জন্য হিউম্যান লাইব্রেরি (মানব গ্রস্থগার) বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর-২৫) বিকাল ৩:৩০ ঘটিকায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় তরূণদের জন্য মানব গ্রস্থগার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
স্বাগত বক্তব্য প্রদান করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াস। হিউম্যান লাইব্রেরীর লক্ষ্য-উদ্দেশ্য ব্যাখ্যা করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াস। তরূণদের জন্য মানব লাইব্রেরি (গ্রস্থগার) হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির আহবায়ক ও বিশিষ্ট আইনজীবি সাতক্ষীরা জজকোট শেখ আজাদ হোসেন (বেলাল)। হিউম্যান মানব লাইব্রেরি তার জীবনের সাফল্যের গল্পগুলো তরূণদের সাথে শেয়ার করেন। তরূনরা আগামীদিনের ভবিষৎ। তরূণরা ও অনেক প্রশ্ন করেন এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ পান।
আজকের বিশে^ দ্রæত বিকশিত ব্যাক্তিদের মধ্যে বোঝার এবং সহানুভুতির প্রয়োজনীয়তা আগের চেয়ে আর ও বেশি গুরুত্বপূর্ন হয়ে উঠেছে। তরূণরা, বিশেষকরে বাংলাদেশে সাংস্কৃতিক ও ধর্মীয় ভ‚ল ধারনা থেকে শুরু করে অর্থনৈতিক বৈষম্য এবং শিক্ষাগত বৈষম্য পর্যন্ত অসংখ্যা সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি। একটি হিউম্যান লাইব্রেরি এই সমস্যাগুলির সমাধান করার জন্য একটি অনন্য এবং উদ্ভাবণী প্ল্যাটফর্ম অফার করে, ব্যক্তিগত মিথস্ক্রিয়ার মাধ্যমে সংলাপ এবং বোঝাপড়াকে উৎসাহিত করা।
হিউমান মানব গ্রস্থগার আলোচনা সভায় বিভিন্ন ইয়ুথ গ্রæপ থেকে তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন।
হিউম্যান লাইব্রেরি প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হল একটি অর্šÍভ‚ক্তিমুলক এবং ইন্টারেক্টিভ স্পেস তৈরী করা যেখানে বাংলাদেশের তরূণ তরূণীরা স্টোরিওটাইপ, কুসংস্কার এবং ভ‚ল বোঝাবুঝিগুলিকে চ্যালেঞ্জ করতে বিভিন্ন ব্যক্তিদের (বই) সাথে যুক্ত হতে পারে। এই উদ্যোগটি যুবদের মধ্যে সামাজিক সংহতি, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ব্যক্তিগত বৃদ্ধিতে উন্নীত করা। প্রত্যাশিত ফলাফল বর্ধিত সচেতনতা এবং সহানুভুতি অংশগ্রহনকারীরা বিভিন্ন পটভুমির লোকদের জীবন এবং চ্যালেঞ্জ সম্পর্কে গভীন উপলদ্ধি অর্জন করবে, সহানুভুতি বৃদ্ধি করবে এবং কুসংস্কার দূর করবে। উন্নত যোগাযোগ দক্ষতা: মানব বই এবং অংশগ্রহনকারী উভয়ই অর্থপূর্ন কথোপকথনের মাধ্যমে আর ও ভাল যোগাযোগ এবং আন্ত: ব্যক্তিক দক্ষতা করবে। যুব ক্ষমতায়ন: তরূণরা স্টোরিওটাইপকে চ্যালেঞ্জ করতে এবং তাদের সম্প্রদায়ের বৈষম্যের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ক্ষমতাবান বোধ করবে। হিউম্যান লাইব্রেরি প্রকল্পটি বোঝাপড়া সহানুভুতি এবং সামাজিক সংহতি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের তরূণদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার উল্লেখযোগ্য সম্ভাবনা রাখে। খোলামেলা এবং সৎ সংলাপের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরী করে, এই উদ্যোগটি আর ও অর্ন্তভুক্তিমূলক এবং সুরেলা সমাজে অবদান রাখতে পারে।
উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান তহিদ, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইনান্স অফিসার চন্দন কুমার বৈদ্য প্রমুখ।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *