সাতক্ষীরায় টাইফয়েড টিকা দেওয়া হবে ৫ লাখ ৭ হাজার শিশুকে

আগামী ১২ অক্টোবর থেকে সাতক্ষীরায় শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। এতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সি শিশুদের এ টিকা দেওয়া হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

কর্মশালায় বক্তারা বলেন, সুস্থ, সবল ও কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তুলতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করা জরুরি। টিকা নিয়ে গুজব প্রতিরোধ করতে হবে এবং তালিকাভুক্ত প্রতিটি শিশুকে ক্যাম্পে নিয়ে আসতে হবে। সাংবাদিকরা এই বিষয়ে অগ্রণী ভূমিকা রাখতে পারেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আদম আলী

এ ছাড়া ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফাইজুল হক।

কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে টাইফয়েড টিকাদানের গুরুত্ব ও করণীয় তুলে ধরেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা।

বক্তারা জানান, ভ্যাকসিন নিয়ে নানা অপপ্রচার থাকলেও এ ধরনের টিকা শিশুকে টিবি, ডিফথেরিয়া, হাম, রুবেলা, পোলিও, হুপিংকাশি ও হেপাটাইটিস বির মতো রোগ থেকে সুরক্ষা দিতে কার্যকর। তাই অপপ্রচার প্রতিহত করে এই ক্যাম্পেইনকে সফল করা সবার দায়িত্ব।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *