জামায়াত ক্ষমতায় গেলে দাবি আদায়ে কাউকে রাস্তায় নামতে হবে না : শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে এ কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, তরুণরা যেন যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পান, সেই পরিবেশ গত অর্ধশতাব্দীতেও গড়ে তোলা সম্ভব হয়নি বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে। জনগণের সহযোগিতায় জামায়াত একটি ঘুণে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চায়।

তিনি বলেন, এমন শিক্ষা আর দেওয়া হবে না, যা মানুষকে পিছিয়ে দেয়। যারা শিক্ষা ব্যবস্থার পরিকল্পনার দায়িত্বে আছেন, তাদের সন্তানরাই বিদেশে পড়াশোনা করেন, আর এ কারণেই দেশের শিক্ষা ব্যবস্থার এই করুণ অবস্থা তৈরি হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা বিশ্বাস করি, পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু করা সম্ভব না হলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন অবশ্যই চালু করা যাবে।

তিনি জানান, আমরা ক্ষমতায় গেলে সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেব, সেটা আমাদের বিপক্ষে গেলেও।

তিনটি অঙ্গীকারের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, আমাদের প্রধান ফোকাস থাকবে ভাঙাচোরা শিক্ষাব্যবস্থা সংস্কারে। মেরুদণ্ড না থাকলে মানুষ দাঁড়াতে বা বসতে পারে না- মেরুদণ্ডহীন হলে মানুষ ফুটবলের মতো এদিক-সেদিক গড়িয়ে যায়। তাই প্রথমেই মেরুদণ্ডের চিকিৎসা করতে হবে। একইভাবে, যে শিক্ষা অনৈতিকতা বাড়ায়, মানুষকে দুর্নীতিবাজ ও অমানবিক করে তোলে- সে শিক্ষা আমরা দেব না। বরং যে শিক্ষা মানুষকে সত্যিকারের মানুষ বানায়, অন্যকে সম্মান করতে শেখায়, সেই শিক্ষাই আমরা আমাদের ছেলে-মেয়েদের হাতে তুলে দেব।

জামায়াত আমির বলেন, নৈতিক ও বৈষয়িক শিক্ষার সমন্বয় তৈরি করা হবে, যাতে শিক্ষার পাঠ শেষ করার পর প্রত্যেকে তার যোগ্যতার অনুযায়ী কাজ পেতে পারে। কেউ বেকার থাকবে না; প্রত্যেকে হয় উদ্যোক্তা হবে, নয়তো চাকরিজীবী। দ্বিতীয় অঙ্গীকারের বিষয়ে তিনি বলেন, শুধু ডিগ্রির ভিত্তিতে কারও মর্যাদা নির্ধারণ হবে না; কাজের দক্ষতা ও ফলাফলের ভিত্তিতেই মর্যাদা দেওয়া হবে।

তৃতীয় অঙ্গীকারের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, দুর্নীতির প্রবাহ বন্ধ করা হবে। এটা শুনে অনেকের হৃদয় ধড়ফড় করছে, কারণ অনেকেই এভাবেই চলেন। এ ছাড়া, যে সার্ভিসের গভীরতা ও দায়িত্বের পরিমাণ আছে, তার অনুযায়ীই বেতন কাঠামো নির্ধারণ করা হবে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *