পাইকগাছার খালিয়ারচকে ৪ দিনব্যাপী মতুয়া মহাসম্মেলন শুরু

জি,এ, গফুর, পাইকগাছা ॥ পাইকগাছার খালিয়ারচকে ৪ দিনব্যাপী মতুয়া মহাসম্মে¥লন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল হতে মহাসম্মেলনে দেশী-বিদেশী অতিথিসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার-হাজার ভক্তবৃন্দ সম্মেলনে যোগ দিয়েছেন। স্থানীয় শ্রী শ্রী হরিগুরু গোপাল চাঁদ সেবাশ্রমে ২৩-২৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ৪র্থ বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন মতুয়া মহাসংঘের সিনিয়র সহ-সভাপতি ও কাশিয়ানির সাবেক উপজেলা চেয়ারম্যান মতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর। বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসচিব শ্রী প্রভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আনুষ্ঠানিত সম্মেলনে উপস্থিত ছিলেন, দক্ষিণ কোরিয়ার সিউলের মহাইয়ান-ছা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রীল রক্ষিত ভাস্তে, নেপালের পশুপতিনাথ মন্দিরের ট্রাষ্টি শ্রী অর্জুন প্রসাদ বাশতলা, ভারতের বিশিষ্ট সাহিত্যিক ও মতুয়াচার্য সুকৃতি রঞ্জন বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সদস্য সচিব মোঃ রশীদুজ্জামান ও কমিটি সদস্য ও জেলা পরিষদ সদস্য আঃ মান্নান গাজী। প্রধান বক্তা ছিলেন বাগেরহাটের লক্ষ্মীখালী ধামের মতুয়াচার্য শ্রী সাগর সাধু। আরো বক্তব্য রাখেন, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, শ্রীমৎ পরীক্ষিত গোসাই, জেলা মতুয়া মহাসংঘের যুগ্ম মহাসচিব রতন মিত্র, জেলা সভাপতি প্রশান্ত হালদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ কুমার সাধু, জেলা তাঁতী লীগ সভাপতি সুমন আহম্মদ খান, সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক, লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল। অনুষ্ঠানের মুল আয়োজক শিবপদ মন্ডলসহ এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ সভাপতি সায়েদ আলী মোড়ল কালাই, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কমিটির সভাপতি সাহাবুদ্দীন সানা, বিমল সরদার, রবিউল ইসলাম রবি, দেবব্রত রায় দেবু, আয়োজক কমিটির ইউপি সদস্য প্রদীপ মহলদার, দেবব্রত সরকার, কালীপদ মন্ডল, নৃপেন মন্ডল, প্রশান্ত, তুষার, কিরন, রবীন, বিশ্বনাথ, শৈলেন, মনিমোহন, নিখিল, মন্টু মন্ডল প্রমুখ। আয়োজক কমিটি জানিয়েছে উৎসবের ২য় দিন শুক্রবার রাতে ভারত থেকে রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আগত অসীম সরকারের কবি গান ও শেষ দু দিনে ধর্মীয় যাত্রাপালার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,হোটেল রেস্তোরা ও বেকারি শ্রমিক ইউনিয়ন ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১১তম বছর পূর্তি উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।