নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক মহিলা (৬৫) নিহত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১২ টার দিকে শহরের অদূরে তালতলা এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে।
সাতক্ষীরা শহরের পলাশপুল এলাকার সম্রাট জানান, অজ্ঞাত পরিচয় এক মহিলারা রাত পৌনে ১২ টার দিকে শহরের অদূরে তালতলা এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক পার হচ্ছিলো। এ সময় সাতক্ষীরাগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে রাস্তায় পড়ে গিয়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।
ক্রাইম বার্তা