তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখার বার্ষিক পুরস্কার বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে  তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা  শাখার  বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে মাদরাসা প্রাঙ্গণ  আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর আ.খ.ম. মাসুম বিল্লাহ। শুরু থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের পদচারণায় মাদরাসা প্রাঙ্গণে মুখরিত হয়ে ওঠে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি কুরআন হিফয শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের প্রতিটি শিশুর মাঝে ইসলামী মূল্যবোধ জাগিয়ে তুলতে মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে। তানযীমুল উম্মাহ হিফয  মাদরাসার প্রশংসা করে তিনি বলেন, শিশুদের সুশিক্ষিত ও  নৈতিকভাবে গড়ে তুলতে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন প্রশংসার সাথে কাজ করে যাচ্ছে, আগামীতে সুশিক্ষিত জাতি গঠনে আরো বেশি ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ  শহিদুল ইসলাম মুকুল,সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম ও উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আল মুস্তানছির বিল্লাহ,সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মোঃ জাহিদুল ইসলাম  ও তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা  খুলনা অঞ্চল পরিচালনা কমিটির সদস্য  কাজী আব্দুল্লাহ আল ফারুক। এসময় অতিথিরা বলেন, কুরআনের আলোকেই একটি সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ডিরেক্টর  এম.এম. রবিউল ইসলাম।
প্রোগ্রামটি সঞ্চালনা করেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখার সম্মানিত ব্রাঞ্চ কো- অর্ডিনেটর মাহবুব অল মিসবাহ।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা বিভিন্ন শ্রেণির কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং মেধাবী শিক্ষার্থীদের আরও এগিয়ে যাওয়ার জন্য দু’আ

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *