আজ ২৯ শেখ সেপ্টেম্বর ২০২৫, কুশুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এলজিইডি প্রকল্পের আওতায়, গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি সড়কের ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা আজিজুর রহমান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের টিম সদস্য ও সাবেক ছাত্রনেতা জনাব মাসুদ রানা, ছাত্র প্রতিনিধি মারুফ হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
উপস্থিত জনসাধারণ আনন্দ ও সন্তোষ প্রকাশ করে বলেন, এ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। আজকের এই কাজের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে একটি যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হলো। এছাড়া উপস্থিত সকলের কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে ।
আশা করা যায়, এ উন্নয়ন কাজ আগামী দিনে আরও সম্প্রসারিত হবে।
ক্রাইম বার্তা