গাজামুখী ফ্লোটিলা থেকে ৩৭ দেশের ২ শতাধিক অধিকারকর্মী আটক

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কাশেক ইনস্টাগ্রামে দেয়া এক ‘মিশন আপডেটে’ জানিয়েছেন, ইসরাইলি বাহিনী সমুদ্রপথে ১৩টি জাহাজ আটক করেছে।

তিনি জানান, ওই জাহাজগুলোতে ৩৭টি দেশের ২০১ জনের বেশি মানুষ অবস্থান করছিলেন। এর মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন আছেন। এর মধ্যে বাংলাদেশের অধিকারকর্মী শহিদুল আলম আছেন কিনা, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

আবু কাশেক বলেন, গ্রেপ্তারের পরও তাদের ‘মিশন চলছে’ এবং জাহাজগুলো ‘গাজার অবরোধ ভাঙার লক্ষ্যে ভূমধ্যসাগরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে।’

তিনি আরও জানান, আমাদের প্রায় ৩০টি জাহাজ এখনো দখলদার বাহিনীর সামরিক জাহাজগুলোর ঘেরাটোপ থেকে লড়াই করে এগিয়ে চলেছে গাজার উপকূলের দিকে। তারা দৃঢ়প্রতিজ্ঞ, তারা প্রেরণায় উজ্জীবিত এবং নিজেদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে এই অবরোধ ভেঙে ভোরের আগেই একসঙ্গে পৌঁছাতে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *