সাতক্ষীরা প্রতিনিধি : সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে ২ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল দশটায় রোটারি ক্লাব অব রয়েল সাতক্ষীরার উদ্যোগে সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সাতক্ষীরা রোটারি ক্লাবের ট্রেজারার মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে এই বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত বৃক্ষরোপণ কার্যক্রম কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ডাক্তার মোঃ সাইফুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব রয়েল সাতক্ষীরার রোটারিয়ান আইপিপি মোঃ ফারুকুল ইসলাম, পিপি মোঃ আসাদুর জামান, মোঃ ইকবাল হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ। উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে বিভিন্ন ধরনের ফলজ, ঔষধি, ফুল গাছ রোপন করা হয়। রোপনকৃত গাছের মধ্যে আমলকি, জলপাই, কাঠগোলাপ, হাসনাহেনা, টগর, কামিনী উল্লেখযোগ্য।
প্রধান অতিথি ডাক্তার সাইফুল আলম তার বক্তব্যে বলেন, “আজ আমরা এখানে এক মহৎ উদ্দেশ্য নিয়ে একত্রিত হয়েছি—বৃক্ষরোপণ। আমাদের আজকের এই উদ্যোগ শুধু কিছু চারা রোপণ করা নয়, বরং এটি একটি সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নির্মল নিঃশ্বাস নিশ্চিত করার প্রয়াস”। রোটারী ক্লাব এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বলেন একজন ব্যক্তি একটি হলেও গাছ লাগিয়ে পরিবেশ এবং নিজেদেরকে রক্ষা করা উচিত।
ক্রাইম বার্তা