নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের রোগ মুক্তি কামনা

‘নিরাপদ সড়ক চাই’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের আশুরোগ মুক্তি কামনায় নিসচা সাতক্ষীরা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) পলাশপোলস্থ নিসচা সাতক্ষীরা শাখার অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং নিসচা সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক এসএম মহিদার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাংবাদিক ঈদুজ্জামান ইদ্রিস, সহ-সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সহ-সাধারণ সম্পাদক মীর আবু বকর, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী মিটন, অর্থ সম্পাদক ফিরোজ হোসেন, প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমান, কার্যকরী সদস্য তৌফিকুজ্জামান লিটু, সৈয়দ আব্দুস সালাম পান্না, জিএম সোহরাব হোসেন, আসাদুজ্জামান খান, মো. আতিকুজ্জামান, মো, আতিয়ার রহমান, আব্দুল মান্নান, মোহাম্মদ হাফিজ, দেলোয়ার হোসেন, জাকির হোসেন জনি, এনামুল সরদার, জোবায়ের হোসেন, আরিফুল ইসলাম।

বক্তারা বলেন, নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের সুনাম বাড়িয়ে দিয়েছেন। তারই হাত ধরে আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় আন্দোলন গতি পেয়েছে। আমরা চাইÑদেশে সড়ক আন্দোলনের প্রবক্তা ইলিয়াস কাঞ্চনকে সরকার নিজ উদ্যোগে তার চিকিৎসার যাবতীয় ব্যয়ভার গ্রহণ করবে। এ সময় ইলিয়াস কাঞ্চনের দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *