সীমান্তে ৯ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১ কেজি ৪৯ গ্রাম ওজনের ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে। বুধবার (৮ অক্টোবর) সকালে সীমান্তের পুটখালি গ্রামে অভিযান চালিয়ে স্বর্ণের এ চালানটি আটক করা হয়।

আটক মনিরুজ্জামান যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের কাদের আলীর ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম পিএসসি জানান, তাদের কাছে একটি গোপন সংবাদ আসে পুটখালি গ্রামের উত্তরপাড়া এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সফিয়ার রহমান এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায় এবং ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামান নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করে। উদ্ধারকৃত স্বর্ণের সিজার মূল্য ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। উক্ত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি শাখায় এবং আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *