সাতক্ষীরা সরকারি কলেজে সর্বাত্মক কর্মবিরতি

সাতক্ষীরা সংবাদদাতাঃ
ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন সাতক্ষীরা সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণপূর্বক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
১৪ অক্টোবর মঙ্গলবার বেলা ১২টায় কলেজ ক্যাম্পাসে একর্মসূচি পালিত হয়।
এসময় বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, সাতক্ষীরা জেলা ইউনিটের সেক্রেটারী,ইসলাম শিক্ষা বিভাগীয় প্রধান মোঃ মিয়ারাজ হোসাইন, একই কলেজের উপাধ্যক প্রফেসর মোহাঃ আল মুন্তানছির বিল্যাহ, ইংরেজি বিভাগী প্রধান ড.মোঃ শাহিনুর রহমান, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ছানোয়ার হোসেন, অর্থনীতি বিভাগীয় প্রধান, মোঃ মাহমুদুল হোসেনসহ শিক্ষকৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষকরা, ঐতিহ্যবাহী ঢাকা কলেজে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতকারীদের হামলা এবং টিচার্স লাউঞ্জে ভাঙচুরের ঘটনায় সংগঠনটি তীব্র নিন্দা জানানন। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
১৪/১০/২৫

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *