দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

পকূলীয় অঞ্চল (শ্যামনগর): সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ১০ টায় সিএমসি মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর।

ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বকারী মোঃ গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক রনজিত কুমার, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, ইয়ুথ ফর দ্য সুন্দরবনের ট্রেনিং ফ্যাসিলেটর খালিদ লামি, আহবায়ক আশিকুর রহমান, আহবায়ক রুহানি, সদস্য মুন্না, রায়হান, আরিফা।

কর্মশালায় সুন্দরবন সংলগ্ন এলাকার বনজীবিদের প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ক্ষতিকর প্রভাব, বর্জ্য ব্যবস্থাপনা, বিকল্প ব্যবহারযোগ্য উপকরণ, এবং টেকসই জীবিকা গঠনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচকরা বলেন, সুন্দরবন ও উপকূলের জীববৈচিত্র্য রক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ একটি বড় হুমকি। তাই বনজীবিদের সচেতনতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা সময়ের দাবি।

কর্মশালায় উপস্থিত ছিলেন স্থানীয় বনজীবি প্রতিনিধি, পরিবেশকর্মী, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।

বক্তারা পলিথিন ব্যবহার কমানো, পুনঃব্যবহারযোগ্য উপকরণের প্রচার এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

শেষে সবাই সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *