লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসে সাতক্ষীরায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ দেলোয়ার হোসেন সাতক্ষীরা প্রতিনিধি ॥ মরমি সাধক ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর ) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা তথ্য অফিসের ইউডিএ মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা পরিষদের প্রধান নির্বাহী এস এম মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লালন শাহ ছিলেন বাঙালি সংস্কৃতি ও মানবতাবাদের এক অনন্য দিশারী। তাঁর গানে মানুষ ও মানবতার জয়গান উঠে এসেছে। সমাজে বিদ্যমান ভেদাভেদ, কুসংস্কার ও অন্ধ বিশ্বাস দূর করে একটি অসাম্প্রদায়িক সমাজ গঠনে তাঁর দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক।

এছাড়াও উপস্থিত ছিলেন, এনডি ইশতিয়াক আহমেদ অপু, সহকারী কমিশনার শিক্ষা ও আইসিটি মোঃ তাজুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা।

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা লালনগীতি পরিবেশন করেন। এছাড়া নৃত্য, আবৃত্তি ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে লালনের জীবনদর্শন তুলে ধরা হয়।
এই অনুষ্ঠানের আয়োজন করে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সহযোগিতা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি।
লালন শাহের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁর আদর্শ প্রচারে এ আয়োজনকে জেলার সাংস্কৃতিক অঙ্গনে এক অনন্য উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *