যুব উন্নয়ন অধিদপ্তর ৩ মাসব্যাপী প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরাঃ
যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার যুব প্রশিক্ষণ কেন্দ্রে ৩৪ তম ব্যাচের ৩ মাসব্যাপী গবাদি প্রাণি, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে দশটায় তালতলা স্কুলের হলরুমে অনুষ্ঠানের সভাপতিত্ব ডেপুটি কোঅর্ডিনেটর মোঃ মিজানুর রহমান।
কোর্সের প্রশিক্ষক আলফাজ হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  কোর্স কোঅর্ডিনেটর ও সিনিয়র প্রশিক্ষক মোঃ রাসেল আলী, সিনিয়র প্রশিক্ষক দেবাশীষ সরকার, বিলকিস আক্তার, কোর্সের সাপোর্টিং স্টাফ এবং প্রশিক্ষণার্থী বৃন্দ।
এ সময় বক্তারা বলেন, এই প্রশিক্ষণ বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হতে সহায়তা করবে। প্রশিক্ষণ গ্রহণকারী সকলকে উদ্যোক্ত হওয়ার আহ্বান জানান।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *