কলারোয়ার আহসাননগর রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো গ্রামবাসী

কলারোয়ার আহসাননগর রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তিতে হাজারো মানুষ। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। বড় বড় খানাখন্দে আর কাদা মাটিতে রাস্তাটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ায় ভোগান্তির দীর্ঘশ্বাস ফেলছে স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা।

সরেজমিন দেখা গেছে, কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের আহসাননগর গ্রামের মোখলেছুর রহমানের বাড়ির মোড় হতে মুজাহারের খেজুর বাগান পর্যন্ত ১৩শ’ মিটার রাস্তায় উন্নয়নের কোনো ছোঁয়া পড়েনি। এই রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগও নেয়নি কেউ। ফলে অবহেলায় পড়ে রয়েছে গ্রামটি। এই রাস্তায় কাদা মাটি আর বড় বড় গর্ত থাকায় যান চলাচল করতে পারে না। একই সাথে মাঠ থেকে কৃষকরা ধান পাট আনতে খুব কষ্টভোগ করতে হয়। কিছু কিছু জায়গায় রাস্তা ভেঙে পুকুরের মধ্যে চলে গেছে। এই গ্রামের কোনো গর্ভবতী মা অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিতে অনেক সময় লেগে যায়। এতে করে রোগীর অনেক ক্ষতি হয়। এলাকাবাসীর অভিযোগ, রাস্তাটি দীর্ঘদিন চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সংস্কারের কোনো ব্যবস্থা হয়নি।

কয়েকজন কৃষক জানান, পাশের মাঠের সব ফসল এই রাস্তা দিয়ে বাড়ি নিতে হয়। এই রাস্তা দিয়েই কৃষি পণ্য বাজারজাত করা হয়। আমাদের এ কষ্ট কবে দূর হবে তার কোনো ঠিক নেই।

ভুক্তভোগীসহ সচেতন মহল বলছেন, ভোগান্তি নিয়েই এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। সাধারণ জনগণ রাস্তাঘাটের উন্নয়ন দেখতে চায়। এই রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা সময়ের দাবি। এলাকাবাসী অবহেলিত রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *