সাংবাদিক মাসুদ আলীর আম্মার ইন্তেকালে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের শোক

জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক মাসুদ আলীর আম্মা আকলিমা খাতুন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২২ অক্টোবর) সকাল ৮টা ৩২ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ।সংগঠনের সভাপতি, দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আনিসুর রহমান এবং সাধারণ সম্পাদক, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটনসহ পরিষদের সকল নেতৃবৃন্দ। মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও সাতক্ষীরার সাংবাদিক সমাজ, সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা সাংবাদিক মাসুদ আলীর মাতার স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। সাংবাদিক মহল তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

দীর্ঘদিন রোগভোগের পর পরলোকগমন করা মরহুমার বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌসে উচ্চ মর্যাদা কামনা করা হয়েছে। তাঁর সহমর্মিতা, মানবিকতা ও অবদান সাতক্ষীরার সাংবাদিক সমাজে চিরস্মরণীয় হয়ে থাকবে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *