চার ছাত্র কাউন্সিল নির্বাচনের মতো আসন্ন জাতীয় নির্বাচনেও বিপুলসংখ্যক ভোটার উপস্থিত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরার নবগঙ্গা নদীর ব্রিজ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে সব দল একসঙ্গে আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হতে যাচ্ছে।”
তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষ এখন ভোট দিতে আগ্রহী। সম্প্রতি চারটি ছাত্র কাউন্সিল নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। জাতীয় নির্বাচনেও একইভাবে জনগণ ভোট দিতে আসবে।
গত ১৭ বছরের নির্বাচনী অনিয়মের প্রসঙ্গ তুলে তিনি বলেন, হাসিনার সময় আমরা কেউ ভোট দিতে পারিনি। তৎকালীন এমপিরা ঘুষ খেতেন, টাকার বিনিময়ে প্রতিনিধি দিতেন। ফলে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।
প্রেস সচিব আরও জানান, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ইতিমধ্যে কাজ শুরু করেছে। বর্ষা শেষ হলে পাড়া-মহল্লায় নির্বাচনের হাওয়া বইতে শুরু করবে।
ক্রাইম বার্তা