ভোটের মাধ্যমে চাঁদাবাজ দখলবাজদের রুখে দিতে হবে : ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক ব্যক্তিদের নীতি আদর্শ পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। অতএব ভোটের মাধ্যমে চাঁদাবাজ, দখলবাজদের রুখে দিতে হবে। এদেশ থেকে তাদের উৎখাত করতে হাত পাখায় ভোট দিন, তাহলেই দেশে শান্তি ফিরে আসবে।

রোববার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় বরিশালের সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা পিআর পদ্ধতি মানলেন না, গণহত্যার বিচার করলেন না। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে । কিন্তু কী দেখলাম! ১৯৪৭ সালের পর থেকে এ দেশ বহু রাজনৈতিক দল শাসন করেছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। এরপর দেখলাম ১৯৭১ সালে থেকে ২০২৪ সাল পর্যন্ত যারা এদেশ শাসন করেছে তারাও বৈষম্য দূর করতে পারেনি। শুধু দেশ, দল ও নেতার পরিবর্তনে বাংলাদেশে শান্তি আসতে পারে না।

তিনি বলেন, চোর যদি এমপি হয় সে কী করবে। আওয়ামী লীগকে যে চাঁদাবাজি জুলুমের জন্য তাড়িয়েছে এ দেশের মানুষ, সেই চাঁদাবাজি কি এখন নেই। যে ধর্ষণের জন্য মানুষ আওয়ামী লীগকে তাড়িয়েছে, সে ধর্ষণ কি হচ্ছে না। যে দখলদারির জন্য আওয়ামী লীগকে তাড়িয়েছে এখন কি সে দখলদারি হচ্ছে না।

এ সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি নাসির উদ্দীন (রোকন) ডাকুয়ার সভাপতিত্বে এবং ইসলামী যুব আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাও. আবদুস সবুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাও. মো. আব্দুর রাজ্জাক, ঝালকাঠি-২ আসনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ডা. মাও. সিরাজুল ইসলাম (সিরাজী), ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য আলহাজ মাও. মোহাম্মদ হারুন অর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার অর্থ ও প্রকাশনা সম্পাদক এসএম রফিকুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাবেক সভাপতি মাও. নুরুল ইসলাম আল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাও. মোহাম্মদ জামিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা (পূর্ব) শাখার সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান (ইলিয়াস) প্রমুখ।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *