ট্র্যাজেডি দিবসে সাতক্ষীরায় ছাত্র শিবিরের দোয়া ও আলোচনা সভা

 মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে সাতক্ষীরা শহর ছাত্র শিবিরের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে আল আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর ছাত্র শিবিরের সভাপতি মুহা. আল মামুন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মেহেদী হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
এছাড়া শহর শিবিরের বিভিন্ন সম্পাদকবৃন্দ—নুরুন্নবী, আরিফ বিল্লাহ, আবু সালেহ সাদ্দাম, শারাফাত হুসাইন লিটিল, আল রাজীব, মুহা. মাসুদ রানা ও আফজাল হোসেন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবরের রক্তাক্ত পল্টন ট্র্যাজেডি জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। গণতন্ত্র ও ন্যায়ের আন্দোলনে শহীদদের ত্যাগ আমাদের অনুপ্রেরণার উৎস।”
সভাপতি আল মামুন বলেন, “২৮ অক্টোবর শোকের পাশাপাশি প্রতিবাদের প্রতীকও বটে। আমরা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার অঙ্গীকার করছি।”
অনুষ্ঠানের শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *