আইন ও সালিশ কেন্দ্র (আসক) সাতক্ষীরায় “স্টেপ আপ দ্যা ফাইট এগেনষ্ট সেক্সচুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন: এম্পাওয়ারিং চিলড্রেন এন্ড কমিউনিটিস” প্রকল্পটি টেরে ডেস হোমস (টিডিএইচ),নেদারল্যান্ডস এর অর্থায়নে শিশু যৌন শোষণ প্রতিরোধে শিশুদের ও স্থানীয় সচেতন নাগরিকদের ক্ষমতায়িত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৬ অক্টোবর ২০২৫ রবিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের হল রুমে শিশু যৌনশোষণ প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়। ক্যাম্পেইনটি উদ্বোধন করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুল ইসলাম। স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের উপস্থিতিতে ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ আবুল হোসেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ দিলারা বেগম, সাতক্ষীরা জেলা নারী ও শিশু বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিক, সাতক্ষীরা জেলার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলা এবং সাতক্ষীরা বিভিন্ন স্কুল থেকে আগত প্রায় ৬০ জন ছাত্র ছাত্রী।
এসময় সকল শিশুদের মাঝে শিশু যৌন প্রতিরোধ বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ী পাঁচজনকে পুরস্কৃত করা হয়, বাকি সকল শিশুকে সান্তনা পুরস্কার দেওয়া হয়। ক্যাম্পেইন শেষে সাতক্ষীরা সদরের নবারুন স্কুল, সাতক্ষীরা পি এন হাই স্কুল এবং সাতক্ষীরা টাউন গার্লস স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে শিশু যৌনশোষণ প্রতিরোধ বিষয়ক বিভিন্ন আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়। ক্যাম্পেইনটি সভাপতিত্ব করেন শিক্ষাবীদ অধ্যক্ষ দিলারা বেগম এবং পুরো ক্যাম্পেইনটি সঞ্চালনা করেন আইন ও সালিশ কেন্দ্রের সুফাসেক প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ আলিরাজ।
ক্রাইম বার্তা