যশোরে ট্রাকের চাকায় ছাত্র পিষ্ট, চালককে গণপিটুনি

ক্রাইমবার্তা রিপেডাট:: যশোর: যশোরের মণিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রায়হান হোসেন (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সোয়া আটটার দিকে রাজগঞ্জ-পুলেরহাট সড়কের খেদাপাড়া বাজারে দুর্ঘটনাটি ঘটে।
রায়হান খেদাপাড়া বাজার-সংলগ্ন বসন্তপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। সে স্থানীয় পল্লীমঙ্গল হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
এঘটনায় স্থানীয় জনতা ট্রাকটি (ঝিনাইদহ-ট-০২-০১৫৫) আটক করে চালক আমিনুর রহমানকে (৪৫) বেধড়ক পিটিয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রায়হানের লাশ, ঘাতক ট্রাক ও চালক আমিনুরকে হেফাজতে নিয়েছে।
পরে চালক আমিনুরকে পুলিশ পাহারায় মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আমিনুর ঝিকরগাছার কীর্তিপুর এলাকার মুনসুর আলীর ছেলে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী মেডিকেল অফিসার ইফতেখার রসুল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাইসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল রায়হান। খেদাপাড়া বাজারের গোবিন্দ ফার্নিচারের সামনে পৌঁছলে রাস্তার পাশে রাখা ইট-কাঠে বেধে পড়ে যায় সে। তখন বিপরীতমুখী একটি ট্রাকের পিছনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যায় রায়হান।
মণিরামপুর থানার এএসআই আব্দুর রহমান জানান, পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। দুর্ঘটনার জন্য কেউ দায়ী নয়।
মণিরামপুর থানার এসআই ফিরোজ আলম বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।’

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,হোটেল রেস্তোরা ও বেকারি শ্রমিক ইউনিয়ন ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১১তম বছর পূর্তি উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।