: ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ভারত থেকে রেকর্ড পরিমাণ আদা ও কাঁচাঝাল আমদানি হয়েছে। কাস্টমসের তথ্য অনুযায়ী, এ সময়ে ১০ হাজার ৯৭৪ মেট্রিক টন আদা ও ২২ হাজার ১৭৬ মেট্রিক টন কাঁচাঝাল আমদানি করা হয়েছে। এর আমদানি মূল্য যথাক্রমে ১৩৩ কোটি ৪৫ লাখ টাকা ও ১৪০ কোটি ৫৩ লাখ টাকা।
বন্দর ব্যবহারকারী শীর্ষ আমদানিকারকরা জানান, দেশের আদা ও কাঁচাঝাল উৎপাদন চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। প্রতিটি পরিবারের রান্নাঘর থেকে শুরু করে হোটেল ও রেস্তোরায় এই মসলা পণ্যের চাহিদা অত্যন্ত বেশি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও উচ্চ ফলনশীল বীজ, সার, কীটনাশক ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি সম্ভব। যথাযথ সেচ ব্যবস্থা ও সময়োপযোগী কৃষি পদ্ধতি প্রয়োগ করলে দেশের উৎপাদন ঘাটতি পূরণ করা যেতে পারে। উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রের উপ-পরিচালকও জানিয়েছেন, আদা ও কাঁচাঝাল মসলা জাত পণ্য হলেও সঠিক প্রযুক্তি ব্যবহারে সারাবছর চাষ করা সম্ভব।
ক্রাইম বার্তা