সাতক্ষীরা-৩: ডা. শহিদুল মনোনয়ন না পাওয়ায় হরতাল-অবরোধ, কুশপুত্তলিকা দাহ

সাতক্ষীরা প্রতিনিধি,
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ‘গরিবের ডাক্তার’ খ্যাত অধ্যাপক ডা. মো. শহিদুল আলম মনোনয়ন না পাওয়ায় উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরার নলতা এলাকা। মনোনয়নবঝ্চনার প্রতিবাদে তার কর্মী-সমর্থকরা অর্ধদিবস হরতাল, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। মনোনয়নপ্রাপ্ত কাজী আলাউদ্দিনের কুশপুত্তলিকা পুড়িয়েছে তারা।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে নলতায় এসব কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা এই আসনে মনোনয় পুনর্বিবেচনা করে অধ্যাপক ডা. মো. শহিদুল আলমকে বিএনপির প্রার্থী করার দাবি জানান।
আজ বেলা ১১টার দিকে নলতা হাসপাতাল মোড়ে নলতা ইউনিয়ন বিএনপি ও সাধারণ মানুষের অংশগ্রহণে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী অবরোধে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে দীর্ঘ যানজট তৈরি হলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
সমাবেশে সভাপতিত্ব করেন নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, জেলা তরুণ দলের সহসভাপতি মাসুম বিল্লাহ, বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান বাবু প্রমুখ।
সাতক্ষীরা-৩: ডা. শহিদুল মনোনয়ন না পাওয়ায় হরতাল-অবরোধ, কুশপুত্তলিকা দাহ
ডা. শহিদুল আলমকে জনমানুষের নেতা, গরিবের ডাক্তার বলে অভিহিত করে বক্তারা সতর্ক করেন, তাকে মনোনয়ন না দিলে এই আসনটি বিএনপি হারাবে। তারা কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে পুনর্বিবেচনার মাধ্যমে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
মনোনয়ন পুনর্বিবেচনা করা হলে আজ বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এবং আগামী দিনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেন বক্তারা।
বিক্ষোভে স্থানীয় জনগণের পাশাপাশি অনেক নারীকেও অংশ নিতে দেখা গেছে। এছাড়া নলতা ও পার্শ্ববর্তী কালিবাড়ি এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট অর্ধদিবস বন্ধ ছিল।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *