প্রধান উপদেষ্টাকে গোলাম পরওয়ার জুলাই সনদ বাস্তবায়ন না হলে আপনার সম্মান আপনি নষ্ট করবেন

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আপনি ঐকমত্য কমিশনের প্রধান, আপনি সরকারপ্রধান। আপনি এক্ষণি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করুন। যদি আপনি না করেন, যে সম্মান অর্জন করেছেন, আপনার মর্যাদা আপনি নষ্ট করবেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামী দল আজ আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে। এরই অংশ হিসেবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাপলা চত্বরে এ সমাবেশ হয়।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আপনি (ড. ইউনূস) সম্মান রক্ষার জন্য রাজনৈতিক দলকে এক টেবিলে বসার জন্য আহ্বান জানিয়েছেন। এখানে আপনাকে রেফারির দায়িত্ব পালন করতে হবে। আমরা বৃহত্তর ঐক্যের মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠু করব।

তিনি আরও বলেন, আমরা ৮টি দল আজ যমুনা অভিমুখে অংশগ্রহণ করব। এখন পল্টনে আমাদের অন্যান্য দলের সঙ্গে জড়ো হবো। বিভিন্ন রাস্তা থেকে মিছিল আসছে। শৃঙ্খলার সঙ্গে মিছিল নিয়ে পল্টন থেকে যমুনার উদ্দেশ্যে যাত্রা করব ইনশাআল্লাহ।

সমাবেশে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলসহ অন্যরা বক্তব্য দেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *