ভূমিকম্পে নবজাতকসহ ৫ জন নিহত, বিভিন্ন স্থানে আহত শতাধিক

ভূমিকম্পে আজ শুক্রবার সকালে পাঁচ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে পুরান ঢাকায় ৩ জন নরসিংদীতে একজন ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্পে আহত হয়েছে শতাধিক মানুষ। এর মধ্যে নরসিংদীতে অর্ধশতাধিক, ঢাকা মেডিকেলে ১৮, গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ১০ ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২ জন আহতের খবর পাওয়া গেছে।

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সকালে গণমাধ্যমকে বলেন, ভূমিকম্পের সময় কসাইটুলি এলাকার একটি ভবনের রেলিং ধসে পড়ে তিনজন ঘটনাস্থলে নিহত হন। তাঁরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান জানান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম রাফিউল ইসলাম। তিনি ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন আহত হয়েছেন। গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে আহত হয়েছেন ১০ জন।

নরসিংদী জেলা হাসপাতালে আহত ৫৫ জনের মধ্যে তিনজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ছাড়াও  এক শিশু  মারা গেছে।

এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের ফলে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই এলাকার আব্দুল হকের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভূমিকম্প অনুভূত হওয়ার সময় কুলসুম বেগম শিশু ফাতেমাকে কোলে নিয়ে প্রতিবেশী জেসমিন বেগমের সঙ্গে ভুলতা গাউছিয়া যাওয়ার পথে ছিলেন। হঠাৎ সড়কের পাশের একটি দেয়াল ধসে তাদের ওপর আছড়ে পড়ে। ঘটনাস্থলেই নবজাতক ফাতেমার মৃত্যু হয়।

স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করেন। কুলসুম বেগম ও জেসমিন বেগমকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান জানান, ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যুর পাশাপাশি দুই নারী মারাত্মকভাবে আহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

টেলিফোনে হতাহতের এসব খবর জানা গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *