শ্যামনগরে বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০জন হাসপাতালে ভর্তি

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে ওই পিঠা খাওয়ার পর বিকাল ৫টার দিকে তারা হাসপাতালে ভর্তি হন।
অসুস্থ হয়ে পড়া সদস্যরা হলোÑ মেহজাবিন (১০), সামিয়া (৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), অজিহা (১৮ মাস), শারমিন (২৩), মিতা (৩৫), উম্মে হাবিবা (২১ মাস), আইয়ুব খান (৬৫) ও সাঈদ হোসেন (৫০)। তারা সবাই শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামের বাসিন্দা।
ভর্তি হওয়া আইয়ুব খানের ভাষ্য, দুপুরে বাড়িতে অতিথি থাকায় পিঠা তৈরি করা হয়েছিল। এ সময় তার মেয়ে আকলিমা ভুলবশত চিনির পরিবর্তে ধানক্ষেতে ব্যবহৃত দানাদার বিষ পিঠা তৈরি কাজে ব্যবহার করে। পিঠা খাওয়ার সময় ভিন্ন গন্ধ এবং মুখে বালি জাতীয় কিছু অনুভূত হয়। পরে পরিবার নিশ্চিত হয় যে পিঠায় বিষ মেশানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার শাকির হোসেন জানান, সবাইকে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ প্রদান করা হচ্ছে। ভর্তি হওয়া ১০জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *