সাতক্ষীরা জেলা যুবদল নেতা মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বুধবার (২৬ নভেম্বর) স্বাক্ষরিত এক পত্রে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।

পত্রে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২০১৫ সালে দেওয়া বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার পর তার প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। দলের সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে। দল আশা করছে, নাছিম ফারুক খান মিঠু এখন থেকে দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।

চিঠির অনুলিপি পাঠানো হয়েছে খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ–সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু এবং সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে।

নাছিম ফারুক খান মিঠু বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমি দীর্ঘদিন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। ২০১৫ সালে পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে অংশগ্রহণের কারণে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছিল। তারপরও সবসময় দলের সঙ্গে থেকেছি এবং ভবিষ্যতেও সর্বোচ্চ চেষ্টা করে দলের জন্য কাজ করব। দলীয় নীতি-আদর্শ মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ভূমিকা রাখব।”

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *