নির্বাচিত হলে শিক্ষকদের দাবিদাওয়া সংসদে তুলব, সাবেক এমপি হাবিব

সাতক্ষীরার তালা উপজেলায় মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সামগ্রিক শিক্ষা পরিবেশকে শক্তিশালী করার লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২টায় তালা ব্রজেন দে সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতি, তালা উপজেলা শাখা এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব।

সভায় হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আমার সময়ে এলাকায় ৩৭টি স্কুল-কলেজ প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু গত ১৫ বছরে পাঁচটিও হয়নি। কপোতাক্ষ খনন, সেতু ও সড়ক নির্মাণসহ বহু উন্নয়ন করেছি। আবার সংসদে যাওয়ার সুযোগ পেলে শিক্ষকদের দাবিদাওয়া সংসদে জোরালোভাবে তুলব।”

তিনি আরও বলেন, “জনপ্রিয়তার কারণেই রাজনৈতিক হিংসার শিকার হয়েছিলাম। যে ঘটনার মামলায় আমাকে সাজা দেওয়া হয়েছে, সে সময় আমি ঢাকায় ছিলাম। তারপরও আমাকে ও আরও কয়েকজনকে মোট ৭০ বছরের সাজা দেওয়া হয়। সেই সাজা মাথায় নিয়ে কারাভোগ করেছি, কিন্তু আপস করিনি। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকলেও নেইনি-কারও ক্ষতি হোক, তা আমি চাই না।” সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ময়নুল ইসলাম। সঞ্চালনা করেন শিক্ষক হাছিবুর রহমান হাছিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষানুরাগী মৃণাল কান্তি রায়, শিক্ষানুরাগী রেহানা খানম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, অধ্যাপক মো. মোশারফ হোসেন এবং শিক্ষক সমিতির সদস্য সচিব মো. মতিয়ার রহমান।

এ ছাড়া বক্তব্য দেন শিক্ষক জগদীশ চন্দ্র হালদার, মিজানুর রহমান, মানিক চন্দ্র নাথ, সাইদুর রহমান, নাজমিন আক্তার কেয়া, মতিউর রহমান ও শংকর কুমারসহ অনেকে। অনুষ্ঠানে তালা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *