খুলনায় আদালতের সামনে গুলিতে নিহত ২

খুলনার আদালত চত্বরের প্রধান ফটকের সামনে কুপিয়ে এবং গুলি করে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নতুন বাজার এলাকার হাসিব ও নগরীর বাগমারা এলাকার রাজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসামিরা হাজিরা দিয়ে মোটরসাইকেলে বের হওয়ার মুহূর্তে দায়রা জজ আদালতের সামনে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ত ম রোকনুজ্জামান দুই জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, আদালতের সামনে দুইজনকে গুলি করা হয়েছে—সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেছেন, মরদেহ সংক্রান্ত আইনি প্রক্রিয়া শেষে মামলা হবে।

কারা জড়িত থাকতে পারে – এমন প্রশ্নে মি. ইসলাম বলেন, “সিসিটিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি আমরা। তদন্তের প্রাথমিক পর্যায়ে এখনো আমরা।”

মি. ইসলাম জানিয়েছেন, “নিহত দুইজনের নামেই ছয়টি করে মামলা আছে। হত্যা, অস্ত্র, বিশেষ ক্ষমতা আইনের মামলায় মোট ছয়টি মামলা রয়েছে একজনের বিরুদ্ধে। একই আইনের ছয়টি মামলা রয়েছে আরেকজনের বিরুদ্ধেও।”

এই পুলিশ কর্মকর্তা জানান, দুইজনই রোববার অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন।

মি. ইসলাম দাবি করেছেন, নিহত দুইজনই ‘সন্ত্রাসী পলাশ গ্রুপে’র সহযোগী। তারা দুজনই আড়াই মাস আগে জামিনে কারাগার থেকে বের হয়েছিলেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *