নবাগত পুলিশ সুপার আরেফিন জুয়েলের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বিএনপি নেতা আলহাজ্ব আব্দুর র‌উফ

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দক্ষিণবঙ্গের গণমানুষের নেতা আলহাজ্ব মোঃ আব্দুর র‌উফ সাহেব।

পুলিশ সুপারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আলহাজ্ব মোঃ আব্দুর র‌উফ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং অভিনন্দন জ্ঞাপন করেন।

সাক্ষাৎকালে তিনি সাতক্ষীরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি জেলায় জনগণের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নবাগত পুলিশ সুপারকে বিশেষভাবে আহ্বান জানান।

আলহাজ্ব মোঃ আব্দুর র‌উফ জেলার রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সকল নাগরিকের জানমালের নিরাপত্তা সুনিশ্চিত করার ওপর জোর দেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম তাঁর প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে জেলায় একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হবেন।

নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম, আলহাজ্ব মোঃ আব্দুর র‌উফকে ধন্যবাদ জানান এবং জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য।

সৌজন্য সাক্ষাতের সময় আলহাজ্ব মোঃ আব্দুর র‌উফ সাহেবের সাথে তাঁর দুই পৌত্র সামির সোয়েব রাদমির এবং আব্দুল্লাহ আল সিয়াম উপস্থিত ছিলেন। এই সময় দুই পৌত্রকে নতুন পুলিশ সুপার মহোদয়কে শুভেচ্ছা জানান।

আলহাজ্ব মোঃ আব্দুর র‌উফ এই সাক্ষাৎ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশ প্রশাসনের সাথে ভবিষ্যতে জনগণের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জনগণের মৌলিক অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

সাক্ষাৎ শেষে তিনি জেলার সকল রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। এই ধরনের সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে জেলায় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করেন অনেকে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *