শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাটায় কাউন্টার ট্রাফিকিং কমিটি (CTC) এর সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৩ ডিসেম্বর) সকালে কেরালকাটা ইউনিয়ন পরিষদ হলরুমে এ কাউন্টার ট্রাফিকিং কমিটি (CTC) সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সাতক্ষীরা জেলার MRSC সমন্বয়ক মো. হুমায়ুন রশীদ স্পষ্ট, সংক্ষিপ্ত ও লক্ষ্যভিত্তিকভাবে আলোচনার মূল বিষয়গুলো উপস্থাপন করেন।
কেরালকাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিসেস সোনিয়া লায়লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি ইউনিয়ন পরিষদের সকল সম্মানিত সদস্যদের সক্রিয় অংশগ্রহণে একটি সহযোগিতামূলক ও ইতিবাচক পরিবেশ সৃষ্টি করে।
সভায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের গুরুত্বপূর্ণ উদ্যোগ “Strengthening 4Ps-এর মাধ্যমে মানবপাচার প্রতিরোধ” প্রকল্পের উল্লেখযোগ্য কর্মকাণ্ড সম্পর্কে কমিটিকে বিস্তারিতভাবে অবহিত করা হয়। মানবপাচার প্রতিরোধে দৃঢ় অঙ্গীকারের অংশ হিসেবে কেরালকাটা ইউনিয়নের কাউন্টার ট্রাফিকিং কমিটি (CTC) প্রকল্পটির সকল কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রস্তুতি ব্যক্ত করে।
এ সময় বক্তারা বলেন সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের সমাজে একটি ইতিবাচক ও দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে সক্ষম হব।
ক্রাইম বার্তা