আশাশুনি সরকারি কলেজে ছাত্র শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন ‎প্রোগ্রাম অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমা।।ব্যাপক উৎসাহ, উদ্দীপনা,আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সাতক্ষীরার আশাশুনিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন ‎প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(০৩ ডিসেম্বর) সকাল ১০টায় আশাশুনি সরকারি কলেজ শাখার আয়োজনে কলেজের হলরুমে একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
কলেজ সভাপতি ওলীউর রহমানের সভাপতিত্বে ও পশ্চিম থানা শাখা সভাপতি ইয়াসিন আরাফাতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা-৩ আসনের জামায়াত মনোনীত এমপি  প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান অতিথি ছিলেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুর রহিম,সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মাওঃ রুহুল আমিন,জেলা সেক্রেটারী নাজমুল ইসলাম,জেলা অর্থ সম্পাদক মতিউর রহমান,
সাবেক জেলা সভাপতি প্রফেসর আব্দুল গাফফার, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজা,প্রভাষক জাকির হোসেন,প্রভাষক মাসুর রহমান,ছাত্র-ছাত্রীদের মধ্যে নবীন ছাত্রদের মধ্যে  রিয়াদ হোসেন,ছাত্রীদের মধ্যে ফাতেমা খাতুন প্রমুখ। অনুষ্ঠান শেষে নবীন ছাত্র-ছাত্রীদের মাঝে ছাত্র শিবিরের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *