বিএনপিতে যোগ দি‌য়ে কপাল খুলল না স্নিগ্ধের!

বিএনপিতে যোগ দি‌য়ে ঢাকা-১৮ আসন থেকে দলের মনোনয়ন পেতে পারেন মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) এমন গুঞ্জন উঠেছিল। তবে সেই গুঞ্জন সত্যি হয়নি। গুঞ্জন উঠা সেই আসনসহ ৩৬টি প্রার্থীর তালিকা ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন।

তালিকায় দেখা গেছে, ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীর হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি।

দলে যোগ দেওয়ার পর থেকেই বিএনপির রাজনীতিতে বেশ সরব ছিলেন স্নিগ্ধ। বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া থেকে শুরু করে সরাসরি এলাকায় প্রচারণা সবক্ষেত্রেই তার সক্রিয় উপস্থিতি চোখে পড়েছে। ঢাকা-১৮ আসনটি আগে থেকেই ফাঁকা রাখা ছিল, যা তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করেছিল। তবে শেষ পর্যন্ত দলের ঘোষিত তালিকায় তার নাম না থাকায় সেই জোরালো গুঞ্জন সত্যি হয়নি।

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর বিএনপিতে যোগ দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)। তিনি জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *