বিজিবির অভিযানে দুই কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র অভিযানে প্রায় দুই কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক দুই ব্যক্তি হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের মাহাফুজ আলম (৩১)।

বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি টহলদল ওই এলাকায় অভিযান চালায়। এসময় দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করলে তাঁদের প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো ১.১৬৪ কেজি ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার হয়। এ স্বর্ণের বাজার মূল্য ২ কোটি ১০ লাখ ৬৬ হাজার ৭২ টাকা। এছাড়া তিনটি মোবাইল ফোন, একটি ইয়ারবাড, একটি পাওয়ার ব্যাংক ও নগদ ৮ হাজার ১৭২ টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ঢাকা ভাতিজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে চৌগাছা সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে তারা যাচ্ছিলেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *